দরিদ্র বা দারিদ্র্যের সংজ্ঞা কী?

ক্রয়ক্ষমতার সমতা(Purchasing Power Parity-PPP) ভিত্তিতে বিশ্ব ব্যাংক গরিব মানুষের সজ্ঞা দিয়েছে। যাঁদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, তাঁদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। এটা আন্তর্জাতিক দারিদ্র্যরেখা হিসেবে বিবেচিত হয়। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে এখন দৈনিক ১ ডলার ৯০ সেন্টের কম আয় করেন এমন দরিদ্র লোকের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। তাঁরা হতদরিদ্র হিসেবে বিবেচিত।

বিশ্বের পাঁচটি দেশেই বাস করে ৩৬ কোটি ৮০ লাখ গরিব লোক। অর্থাৎ বিশ্বের প্রায় অর্ধেক দরিদ্র মানুষ! এই পাঁচটি দেশ যথাক্রমে

  1. ভারত —২৪ শতাংশ( বিশ্বের সবচেয়ে বেশি)
  2. নাইজেরিয়ায় ১২ শতাংশ,
  3. কঙ্গোতে ৭ শতাংশ,
  4. ইথিওপিয়ায় ৪ শতাংশ এবং
  5. বাংলাদেশে ৩ শতাংশ গরিব লোকের বাস।

Add a Comment