BCS-Solution

জাতিসংঘের মহাসচিব

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

জাতিসংঘের কার্যনির্বাহী প্রধান হলেন মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে নির্বাচিত হন। জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন)।

১. জাতিসংঘের প্রথম অস্থায়ী মহাসচিব ছিলেন লর্ড গ্লাডইন(ব্রিটিশ)। প্রথম মহাসচিব ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে) দায়িত্ব নিলে তিনি তার দায়িত্ব ছেড়ে দেন। (১৬, ১০ তম বিসিএস প্রিলিমিনারি)

২. মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন) বিমান দুর্ঘটনায় নিহত হন। (১৮তম বিসিএস প্রিলিমিনারি)

৩. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব)

৪. মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইম(অস্ট্রিয়া) পরবর্তীতে নিজ দেশে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

৫. পেরেজ দ্যা কুয়েলার(পেরু), তিনি ইরাক-ইরান যুদ্ধ বিরতিতে অবদান রাখেন।

৬. মহাসচিব বুট্রোস ঘালি(মিশর) মার্কিন ভেটোর কারণে দ্বিতীয়বার মহাসচিব নির্বাচিত হতে পারেননি।

৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা)। তিনি ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। আফ্রিকা থেকে দ্বিতীয় মহাসচিব। (২৬তম বিসিএস প্রিলিমিনারি)

৮. মহাসচিব- বান কি মুন (দক্ষিণ কোরিয়া) বাংলাদেশ সফরকারী দ্বিতীয় মহাসচিব। (২৫তম বিসিএস প্রিলিমিনারি)

৯. বর্তমান মহাসচিব আন্টেনিও গুতেরেস(পর্তুগাল)

জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১)
জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১)
কানাডার ল্যুই ফ্রেশেট জাতিসংঘের প্রথম মহিলা ডেপুটি সেক্রেটারি।

Exit mobile version