কূটনৈতিক শব্দ

Accords
আন্তর্জাতিক কোন ট্রিটিতে অধিক বিষয় যুক্ত থাকে অন্য দিকে Accords এ অল্প সংখ্যক বিষয় যুক্ত থাকে। তবে বর্তমানে Treaty ও Accord দুটোকে একই অর্থে ব্যবহার করা হয়।
ambassador
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি অন্যদেশে বসবাস করে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন।
Ambassadress
বিশেষভাবে মনে রাখবেন Ambassadress হল, ambassador এর স্ত্রী। ambassador এর স্ত্রী লিঙ্গ নয়। অর্থাৎ এটি দ্বারা কোন মিশনের স্ত্রীপ্রধানকে বুঝানো হয় না।
brand ambassador
একজন বিখ্যাত ব্যক্তি বা সেলেব্রিটি যিনি কোন কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত হয়ে ঐ প্রতিষ্ঠানের পণ্যের বা সেবার প্রমোশনে কাজ করেন।
Chargé d’Affaires, ad interim (a.i.)
ambassador এর নিচের কোন কর্মকর্তা যিনি ambassador এর অনুপস্থিতিতে ambassador এর দায়িত্ব পালন করেন। Chargé d’Affaires কে বর্তমানে a.i. বা ad interim ও বলা হচ্ছে।
consul
একজন সরকারি কর্মকর্তা যিনি অন্যদেশে, নিজের দেশের প্রতিনিধিত্ব করেন।
Convention
দুই বা ততোধিক দেশের মধ্যে একটি সাধারণ স্বার্থে এক মত হওয়া। এখানে Treaty অপেক্ষা কম বিষয় অন্তর্ভূক্ত থাকবে, যেসকল বিষয় মেনে চললে সবাই উপকৃত হবে। যেমন রামসার কনভেনশন, the law of the sea ইত্যাতি।
Embassy
ambassador এর বাসভবন।
emissary
এমন একজন ব্যক্তি যাকে বিশেষ কোন কাজের দায়িত্ব দিয়ে বা বার্তা নিয়ে অন্যদেশে পাঠানো হয়।
envoy
এমন ব্যক্তি যিনি কোন সরকার বা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন যাকে অন্য কোন সরকার বা প্রতিষ্ঠানের সাথে কথা বলার জন্য প্রেরণ করা হয়।
High Commissioner
এক কমনওয়েলথভুক্ত দেশ থেকে আরেক কমনওয়েলথভুক্ত দেশে যে ambassador প্রেরণ করা হয় তাকে High Commissioner বলে।
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রধান ব্যক্তি। যেমন- United Nations High Commissioner for Refugees
Modus Vivendi
অস্থায়ী চুক্তি।
Rapporteur
কোন কমিটি বা সাব কমিটির ঐসকল ব্যক্তি যাদের দায়িত্ব হল আলোচনার সারমর্ম তৈরি করা।

Add a Comment