যমুনা নদী

  • যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের স্রোত দিক পরিবর্তিত হয়ে যমুনা নদী হয়।
  • যমুনার প্রধান উপনদী হলো – করতোয়া ও আত্রাই। এছাড়াও আছে ধরলা, তিস্তা ইত্যাদি।
  • যমুনার শাখানদী হলো –ধলেশ্বরী। আবার ধলেশ্বরী নদীর শাখানদী হলো—বুড়িগঙ্গা।

Add a Comment