BCS-Solution

দুর্যোগ ও বিপর্যয়

বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ।

দুর্যোগ ও বিপর্যয় (Disaster and Hazard)

আমাদের মতো দুর্যোগপ্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা, যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। এ প্রসঙ্গে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির উপর প্রতিকূলভাবে আঘাত করে পরবর্তীতে দুর্যোগ-এর সৃষ্টি করে।

দুর্যোগ সৃষ্টির কারণের দিক থেকে দুই ধরনের- প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ।

প্রাকৃতিক দুর্যোগ
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
আর্সেনিক
খরা
ঘূর্ণিঝড়
জলোচ্ছ্বাস
টর্নেডো
নদীভাঙ্গন
বন্যা
ভূমিধস
লবণাক্ততা
সুনামি
হিমবাহ
মানব সৃষ্ট দুর্যোগ
অগ্নিকাণ্ড
খাদ্যে বিষক্রিয়া
যুদ্ধ
রাসায়নিক দূষণ
Exit mobile version