সাহারা মরুভূমি

‘সাহারা’ আরবি শব্দ যার অর্থ মরুভূমি। ভূমধ্যসাগরের তীরের উর্বর অঞ্চল ব্যতীত আফ্রিকার সমগ্র উত্তর অঞ্চল নিয়ে গঠিত। আফ্রিকার দক্ষিণ অঞ্চলকে বলা হয় সাব-সাহারা অঞ্চল। সাহারা পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি। এ্যন্টার্ক্টিকা ও আর্কটিকের পর তৃতীয় বৃহৎ মরুভূমি। সাহারা মরুভূমির উত্তরে ভূমধ্যসাগর পূর্বে লোহিত সাগর(Red Sea)।

Sahara Desert
Sahara Desert

সাব-সাহারান আফ্রিকাঃ আফ্রিকা মহাদেশের দক্ষিণের অংশ বা সাহারা মরুভূমির দক্ষিণের অংশকে সাব-সাহারান আফ্রিকা বলে।

Sub Saharan Africa
Sub Saharan Africa

সাহেলঃ সাহেল আরবি শব্দ যার অর্থ- সমুদ্র সৈকত। সাহেলি অর্থ সমুদ্র সৈকতে বসবাস কারী মানুষ। আফ্রিকার সাহারা ও সাব-সাহারান অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলকে সাহেল বলা হয়।

Sahel
Sahel

সাভানাঃ সাভানা একধরনের বনাঞ্চল যেখানে বড় বড় বৃক্ষ, তৃণ, লতা-পাতা থাকে। বৃক্ষগুলো বেশ ফাঁকে ফাঁকে অবস্থান করে ফলে সূর্যের আলো মাটিটে পৌঁছাতে পারে, এই আলোতে বেড়ে ওঠে বিভিন্ন লতা পাতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ। এধরনের বনাঞ্চল গ্রীষ্মমণ্ডলীয়(Tropical) ও প্রায়-গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে(Sub Tropical) দেখা যায়।

Tropical and subtropical grasslands, savannas, and shrublands
Tropical and subtropical grasslands, savannas, and shrublands

বি.দ্রঃ

তুন্দ্রা: পৃথিবীর উপরের দিকে, উত্তর মেরুর কাছাকাছি বরফ আচ্ছাদিত অঞ্চল।
প্রেইরি: উত্তর আমেরিকার তৃণাচ্ছাদিত অঞ্চল।

Add a Comment