BCS-Solution

Petrol engine

Petrol engine

Petrol engine

পেট্রোল ইঞ্জিনকে গ্যাসোলিন ইঞ্জিন ও বলা হয়। পেট্রোল ইঞ্জিনের কার্বুরেটরে বায়ুর সাথে পেট্রোলের বাষ্প মিশ্রিত করা হয়। পেট্রোলকে বাষ্পে পরিনণত করার কাজটি ঘটে কার্বুরেটরে। এর পর এই বাষ্পকে উত্তপ্ত করে, স্পার্ক প্লাগের সাহায্যে আগুন ধরিয়ে তাপ উৎপন্ন করা হয়। উক্ত তাপ শক্তিকে গতি শক্তিতে রূপান্ত্রর করে গাড়ি চলে। উল্লেখ এই উত্তপ্ত ইঞ্জিনকে রেডিয়েটর ঠাণ্ডা করে।

Exit mobile version