ক্যারােলাস লিনিয়াস

শ্রেণিবিন্যাসের জনক প্রকৃতিবিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়। তিনিই প্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশবিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে । যেমন : মানুষের বৈজ্ঞানিক নাম homo sapiens। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়।

Add a Comment