আকাশ কেন নীল দেখায়?

বিক্ষেপণ আলোর তরঙ্গ দৈর্ঘের চতুর্ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বিক্ষেপণ কমবে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ ৭৫০ ন্যানোমিটার, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ ৪৫০ ন্যানোমিটার, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ ৩৮০ ন্যানোমিটার। এ হিসাবে সূর্যের সাতটি আলোর মধ্যে বেগুনি আলোর বেশী বিক্ষেপণ হয়। কিন্তু আমরা আকাশকে নীল দেখি। কেন?
কারণ হল- প্রথমত, সূর্য নিজেই বেগুনি আলোর চেয়ে নীল আলো বেশি বিকিরণ করে। আমরা সৌর বিকিরণ বর্ণালী(Solar Radiation Spectrum) পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব যে নীল আলোতে সূর্য সব থেকে বেশি পরিমান শক্তি নির্গত করে।
দ্বিতীয়ত, আমাদের চোখে আছে রড ও কোন নামক কোষ। কোণ কোষগুলো তিন ধরনের লাল, নীল, সবুজ। নীল কোন কোষগুলো সব থেকে বেশি সংবেদনশীল হওয়ায় আমরা তা বেশি দেখি। যদিও আকাশকে আমরা নীল দেখি, সূর্য কিন্তু সাদা।

Add a Comment