শিক্ষা

শিক্ষা(Education) একটি জীবনব্যপী প্রক্রিয়া যা মানুষের পরিপূর্ণ জীবন বিকাশে ভূমিকা রাখে। বাংলায় ‘শিক্ষা’ শব্দটি ‘শাস’ ধাতু থেকে আগত,যার অর্থ শাসন করা,নিয়ন্ত্রণ করা।’Education’ শব্দটির উপত্তি হয়েছে ‘Educare’ (যত্ন করা) বা ‘Educatium'(শিক্ষা দান করা) বা ‘Educere’ (নিষ্কাশন করা) থেকে।

রবিন্দ্রনাথের মতে,”শিক্ষা তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”

হার্বার্ট স্পেন্সার এর মতে,’পরিপূর্ণ জীবন বিকাশই শিক্ষা’।

সক্রেটিস এর মতে,’শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ’।

উপনিষদ অনুসারে,”শিক্ষা হল সে প্রক্রিয়া যার শেষ কথা হল মানুষের মুক্তি ”।

দার্শনিক রুশো এর মতে,’সু-অভ্যাস গঠনের নামই শিক্ষা।’।

শিক্ষাকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। এগুলো হল-

১.আনুষ্ঠানিকঃ
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা লাভ করা হয় তাই।

২.উপ-আনুষ্ঠানিকঃ কর্মজীবনে বা বিশেষ দক্ষতা অর্জনের জন্য যে শিক্ষা লাভ করা হয় তাই উপ-আনুষ্ঠানিক শিক্ষা।

৩.অনানুষ্ঠানিকঃ মানুষ বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে শিক্ষা লাভ করে তাই অনানুষ্ঠানিক শিক্ষা।

Add a Comment