নব্য উদারতাবাদ কী?

What Is Neo-liberalism?
নব্য উদারতাবাদ এক ধরনের উদারতাবাদ। এখানে সে যেন তার কাজ-কর্মে ধ্যান-ধারণায় আরও বেশি উদার। নব্য উদারতাবাদের মূল কথা উন্মুক্ত বিশ্ব বাজার। যে বাজারে সরকারের কোণ নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ সরকার কোন বিধিনিষেধ বা শুল্ক আরোপ করতে পারবে না। বাজারের গতিবিধি নির্ধারিত হবে ক্রেতার চাহিদা ও বিক্রেতার যোগানের উপর। এখানে উৎপাদনের উপাদন(ভূমি, মূলধন, সংগঠন, শ্রম) গুলো সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। এগুলো থাকবে ব্যক্তি মালিকানায়। আর সব কিছুকে বাজারি পণ্যে পরিণত করতে হবে যাতে মুনাফা শিকারিরা সম্ভাব্য সকল উপায়ে মুনাফা করতে পারে।

Add a Comment