সরকারি কর্মকর্তাদের মূল্যবোধ
|কর্মকর্তাদের মূল্যবোধ
প্রজাতন্ত্রের কার্যে নিযুক্ত সকল কর্মকর্তা নিম্নোক্ত চারটি মূল্যবোধ ধারণ করবেন-
শুদ্ধতা (Integrity): সিভিল সার্ভিসকে ব্যক্তিগত সকল স্বার্থের ঊর্ধ্বে রাখা।
সততা (Honesty ): সত্যবাদিতা ও সকল জনগণের জন্য কাজ করার মানসিকতা।
বস্তুনিষ্ঠতা (Objectivity ): উপস্থিত সকল তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।
নিরপেক্ষতা (Impartiality): যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন- জনগণের কল্যাণে সেই সরকারের অধীনেই কাজ করা।
এছাড়া ও তারা যে সকল মূল্যবোধ ধারণ করবেন-
আইনের প্রতি শ্রদ্ধা
রাজনৈতিক নিরপেক্ষতা
যেকোন কাজের ও সিদ্ধান্তের দায়বদ্ধতা
জনগণের কল্যানে নিজেকে ঢেলে দেওয়া, পরিশ্রমী হওয়া, পেশাদারিত্ব বজায় রাখা।
রাজনৈতিক নেতা ও আমলা
রাজনৈতিক নেতা ও আমলা একে অপরের পরিপূরক। বৃহত্তর স্বার্থে রাজনৈতিক নেতাদের সকল আইন সিদ্ধ ও যৌক্তিক দাবি কর্মকর্তাগণ মেনে নেবেন। কেননা নেতারা জনগণের প্রতিনিধি। তাদের মাঝে মতভিন্নতা থাকতে পারে- কিন্তু তা কখনই সাংঘর্ষিক হওয়া উচিত নয়।