Will এর ব্যবহার

1. ভবিষ্যৎ কথনে দল মত নির্বিশেষে অর্থাৎ সকল Person ও Number এ Will বসে। যেমন-

You’ll be in time if you hurry. (সময়মত পৌঁছাবে, যদি তারাতারি কর।)
How long will you be staying in Paris? (প্যারিসে তুমি কতদিন থাকবা?)

2. কেউ কোন কিছু করতে ইচ্ছুক এমন ইচ্ছা প্রকাশে-

I’ll check this letter for you, if you want.
(আমি এই চিঠিটা দেখব যদি তুমি চাও- অর্থাৎ আমার ইচ্ছা আছে। )
They won’t lend us any more money.
(তারা আমাদেরকে আর কোন টাকা ধার দেবে না- তাদের আর টাকা ধার দেওয়ার ইচ্ছা নাই।)

3. কাউকে কোন কিছু করার জন্য বলতে-

Will you send this letter for me, please? (আমার জন্য এই চিঠিটা কি তুমি একটু পাঠাবে?)
You’ll water the plants while I’m away, won’t you? (আমি যখন বাইরে থাকব তখন এই গাছগুলোতে পানি দিও, কি দিবা না?)
I asked him if he wouldn’t mind calling later. (আমি তাকে বলেছিলাম, সে যদি কিছু না মনে করে তাহলে আমাকে যেন পরে ফোন দেয়। )

4. কাউকে কোন কিছু করতে আদেশ করা-

You’ll do it this minute! (এই মুহুর্তে তুমি এটা করবা!)
Will you be quiet!(তোমরা কি চুপ করবে!)

5. কোন একটি ঘটনা কে সত্য বলে মনে করছেন তা প্রকাশে-

That’ll be the doctor now. (এবার উনি ডাক্তারই হবেন।)
You’ll have had dinner already, I suppose. (মনে হচ্ছে আপনি খাবার খেয়ে থাকবেন।)

6. স্বাভাবিক ভাবে যা সত্য তা প্রকাশে-

If it’s made of wood it will float. (যদি এটা কাঠের তৈরী হয় তাহলে ভাসবে।)
Engines won’t run without lubricants.(লুব্রিক্যান্ট ছাড়া যন্ত্র চলবে না।)

7. কোন বিশেষ ক্ষেত্রে যা সত্য বা সম্ভব তা বর্ণনা করতে-
This jar will hold a kilo. (পাতিলটিতে এক কেজি ধরবে।)
The door won’t open! (দরজা খুলবে না!)

8. অভ্যাসের কথা বলতে-

She’ll listen to music, alone in her room, for hours. (সে একা একা ঘন্টা ধরে তার ঘরে গান শুনবে।)
He would spend hours on the telephone. (সে ঘণ্টার পর ঘণ্টা টেলিফনে ব্যয় করত। )

Add a Comment