BCS-Solution

“UM” যুক্ত Noun কে Plural করার নিয়ম

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

যে-সব Singular Number এর শেষে “UM” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “UM” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।

Singular অর্থ Plural
Addendum সংযোজন Addenda
Agendum আলোচ্য সূচি Agenda
Datum তথ্য, উপাত্ত Data
Dictum বাণী, নীতিবাক্য, অনুশাসন Dicta
Erratum লেখা অথবা ছাপার ভুল Errata
Ileum ক্ষুদ্রান্তরের তৃতীয়াংশ Ilea
Maximum কোন কিছুর সর্বোচ্চ পরিমাণ Maxima
Medium মাধ্যম Media
Memorandum স্মারক Memoranda
Millenium সহস্রাব্দ Millenia
Minimum কোন কিছুর সর্বনিম্ন পরিমাণ Minima
Optimum সবথেকে অনুকূল Optima
Ovum ডিম্বাণু (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) ova
Perineum পেরিনিয়াম Perinea
Quantum ক্ষুদ্র পরিমাণ তড়িৎ চৌম্বকীয় শক্তি Quanta
Rectum মলনালী Recta
Referendum গণভোট Referenda
Residuum অবশেষ Residua
Serum রক্তের পাতলা স্বছ অংশ, রক্তাম্বু Sera
Exit mobile version