each / every

প্রথম কথা কোন দলের প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝাতে each আর কোন দলের সকলকে বুঝাতে every ব্যবহার হয়। যেমন-
We each have our own car. আমাদের প্রত্যেকের নিজের গাড়ি আছে।
She knows every student in the school. সে স্কুলের সকল ছাত্র-ছাত্রীকে চেনে।

দ্বিতিয় কথা each এর ক্ষেত্রে subject অনুসারে verb হয়। অর্থাৎ singular হলে singular, Plural হলে Plural. যেমন-

Singular: Each student has been given his or her own email address. এই বাক্যটি এভাবে ও লেখা যায়- Each student has been given their own email address.
Plural: They each have their own email address.

তৃতীয় কথা every এর পর verb সব সময় Singular হয়। যেমন-
Every student in the class is capable of passing the exam.
Every one of their songs has been a hit.

চতুর্থ ও শেষ কথা – Each of, each one of, every one of ইত্যাদির পরে plural noun / pronoun বসলেও verb হবে Singular.
Each (one) of the houses was slightly different.
I bought a dozen eggs and every one of them was bad.
Each of the three boys got a prize. (১০তম বিসিএস প্রিলিমিনারি) তাদের প্রত্যেকে একটি করে পুরস্কার পেয়েছে।

Add a Comment