BCS-Solution

ইংরেজি শব্দার্থ (S-1)


Word Meaning
Sacrilegious পবিত্র ব্যক্তির অসম্মানকারী।
Sacrosanct অলঙ্ঘনীয়।
Saga কাহিনী।
Sagacity প্রখর জ্ঞান, তীক্ষ্ণবুদ্ধিমত্বা
Sage জ্ঞানী।
Salient প্রধান বৈশিষ্ট্য।
Salubrious স্বাস্থ্যকর
Sanatorium স্বাস্থ্যনিবাস।
Sane /Rational বিবেকী ,যুক্তিসম্মত।
Sanguine আশান্বিত
Sardonic ঘৃণাপূর্ণ।
saturate পরিপূর্ণ করা
Savage অসভ্য / বর্বর।
Scam জালিয়াতি করা।
Scapegoat বলির পাঠা।
Scarcity স্বল্প
Scram কেটে পড়া / ভেগে যাওয়া।
Scurrilous অমার্জিত,অপমান করা।
Scuttle কাপুরুষচিতভাবে বিঘ্ন, বিপদ থেকে পলায়ন করা (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
Sea horse ঘোড়ার মত দেখতে একধরণের সামুদ্রিক মাছ
Secular ধর্মনিরপেক্ষ
Seethe সিদ্ধ করা।
Senile জরাগ্রস্ত, বার্ধক্যগ্রস্ত
Separation বিচ্ছেদ / বিচ্ছিন্নতা।
Septic পচনশীল।
sequence পরম্পরা, ক্রম (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
Serene স্বচ্ছ ও শান্ত
Sermon নৈতিক বক্তৃতা।
Servile ক্রীতদাস সুলভ
Set On প্রবৃত্ত করা
Shallow স্বল্প গভীর
shatter চূর্ণবিচূর্ণ করা।
Shortcoming ত্রুটি,সীমাবদ্ধতা।
Shove ধাক্কা মারা।
Shovel বেলচা।
Shun বর্জন করা
Simulate আদিখ্যেতা / ভান।
Sinister অপকারী ,অশুভ।
Sinus গর্ত/ সপূষ ঘা ( সাইনাস রোগীদের নাসাপথের ঘা সংক্রান্ত জটিলতা)
Skepticism সংশয়বাদ।
Slack নিরুদ্যম
Sloth আলস্য।
Sludge কর্দম।
Sluggish আলস্যপরায়ণ,কুড়ে।
Slum বস্তি / ঘিঞ্জি।
Slumber তন্দ্রা।
Smash চূর্ণ-বিচূর্ন করা
Sneak ছিঁচকে চোর।
Sneer বিদ্রুপ করা/ অবজ্ঞা করা।
Snob উন্নাসিক লোক (যে ব্যক্তি নিম্নতর সামাজিক শ্রেণীর মানুষকে অবজ্ঞার চোঁখে দেখে)
Snub তিরস্কার করা।
Sober গাম্ভীর্যপূর্ণ।
Sociable মিশুক
Solace সান্ত্বনা।
Solemn আনুষ্ঠানিক/ গুরুগম্ভীর।
Solicit আন্তরিকভাবে চাওয়া
Solvent দেনা পরিশোধে সক্ষম।
Sooth সত্য
soothing শীতল
Sophisticated কৃত্রিম।
Sophistry কুতর্ক
Soporific (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) নিদ্রা উদ্রেককর
Sovereign সার্বভৌমত্ব।
Sparkle জ্বলজ্বল বা ঝলঝল করা
Speculation ভাবনাচিন্তা।
Spinster আইবুড়ো রমনী।
Exit mobile version