BCS-Solution

ইংরেজি শব্দার্থ (B)

Word Meaning
Bacillary জীবাণু ঘটিত।
Bait টোপ।
Ball to the wall পুরোদমে।
Balm সুগন্ধ মলম।
Balmy স্নিগ্ধ।
Bank Draft ব্যাংক হুন্ডি।
Bankrupt দেওলিয়া।
Bark ছাল / বাকল।
Barren অনুর্বর।
Barter বিনিময় করা
Bathing গোসলের জায়গা
Batter প্রহার করা / বারবার সজোরে আঘাত করা।
Beak ঠোঁট।
Bear out নিশ্চিত করা, সমর্থন করা
Befuddled বিভ্রান্ত।
Beguile প্রতারণা করা
Belated ধীর, দুর্বল (১৩তম বিসিএস প্রিলিমিনারি)
Belittle ছোট করা, হেয় করা।
Bend বাঁকানো।
Benevolent হিতৈষী, দয়ালু, সদাশয়
benign অমায়িক
bewilderment হতভম্ব
Bibliography গ্রন্থপুঞ্জি।
Bigot অন্ধ বিশ্বাসী, ধর্মান্ধ।
Bizarre অদ্ভুত
Blaze আলোকচ্ছটা।
Bleak নিরানন্দ,মলিন।
Blight ক্ষয় করা।
Blizzard ভয়ঙ্কর ও প্রবল তুষার ঝড়
Blot out মুছে ফেলা
blubber তিমি মাছের চর্বি।
blunder সাঙ্ঘাতিক ভুল।
Bohemian ভবঘুরে ধরনের লোক।
Boisterous প্রচণ্ড, হৈচৈপূর্ণ।
Bombastic উচ্চশব্দময়
Bon Voyage বিদায় সম্ভাষণ।
Bonafide খাঁটি
Bonhomie অমায়িকতা।
Boor বর্বর।
Boorishness রুক্ষতা
Bootleg চোরাচালান দেওয়া
Bottom line মূল বিষয়
Bounty উদারতা
Brag গর্ব বা বড়াই করা
Braggart দাম্ভিক।
Braking গতিরোধ।
Brazen পিতল নির্মিত, বেহায়া
Brevity সংক্ষিপ্ত ভাবে।
Bridal দাম্পত্য
Bristle ক্রোধ প্রকাশ করা।
Bristol ইংল্যান্ডের একটা শহর।
Brittle ভঙ্গুর।
Brochure পুস্তিকা
Broker দালাল
Brokerage দালালি।
Bucolic গ্রাম্য, রাখালি, গ্রামিক
Build in অন্তর্গত।
Bureau দপ্তর
Bureaucracy আমলাতন্ত্র।
Bureaucrat সরকারী কর্মকর্তা।
Buried সমাহিত বা কবর দেয়া হয়েছে এমন।
Bustling হৈ চৈ পূর্ণ।
Butter মাখন/ মিষ্টি কথায় ভুলানো।
Bygone বিগত।
Bypass অবজ্ঞা করা /পাশ্বপথ।
Exit mobile version