BCS-Solution

ইংরেজি শব্দার্থ (P)

Word Meaning
Pact চুক্তি।
Painstaking কষ্টসাধ্য / পরিশ্রমী।
Paleontology জীবাশ্ম বিজ্ঞান।
Paltry তুচ্ছ
Pampered অত্যাধিক প্রশ্রয়।
Pamphlet পুস্তিকা
Panacea (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) সর্ববিধ নিরাময়কারী ওষুধ
Panic ভয় পাওয়া।
Pantheist সর্বেশ্বরবাদী
Paramount প্রধানতম/ সর্বশ্রেষ্ঠ।
Pardon ক্ষমা।
Parlor / Parlour বৈঠকখানা।
Parsimonious মিতব্যয়ী।
Parsimony কৃপণতা, ব্যয়কুণ্ঠা
Participation অংশগ্রহণ।
Passionate আবেগপূর্ণ
Pasting বেধড়ক মার।
Patch তালি দিয়ে সংস্কার করা/একটুকরা জমি।
Pathetic করুন/মর্মস্পর্শী।
Patrol চৌকি দেওয়া/ পাহারা দেওয়া।
Patronage সহযোগিতা।
Paucity অভাব।
Pause বিরতি দেওয়া।
Pay off old scores প্রতিশোধ নেয়া
Peacock ময়ূর।
Peak সর্বোচ্চ চূড়া।
Pebble নুড়ি পাথর।
pedagogue শিক্ষক
Pedestal স্তম্ভের পাদভূমি।
Pedestrian পথচারী।
Pensive চিন্তানিমগ্ন।
Perfunctory মন্ত্রবৎ, অযত্ন অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ
Perjury শপথভাঙ্গ।
Permanent স্থায়ী।
Permeable ভেদ্য / প্রবেশ্য।
Permeate আকুল করা/ ছড়িয়ে পড়া।
Perplex জটিল করা
Persevering অধ্যবসায়ী, পরিশ্রমী।
Persist জিদ করা / লেগে থাকা।
Persistent নাছোড়বান্দা।
Pert নির্লজ্জ/ অকালপক্ব।
Pertinent প্রাসঙ্গিক।
Pessimist হতাশাবাদী।
Petrology শিলাতত্ব।
Phenomena ঘটনা / ব্যাপার/ বিস্ময়।
Philanthropy (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) মানবপ্রীতি।
Philatelist ডাকটিকেট সংগ্রহকারী।
Philately ডাকটিকেট সংগ্রহ করা।
Pilferer ছিঁচকে চোর।
Pilgrim তীর্থযাত্রী।
Pinch খোঁচা দেয়া।
Pinnacle সর্বোচ্চ সীমা
Piquant তীব্র,কটু।
Pitfall ফাঁদ
Pithy সংক্ষিপ্ত।
Pittance সামান্য বেতন।
Pivotal কেন্দ্রীয়।
Placatory আপোস
Placid শান্ত
Plaintiff বাদী, ফরিয়াদি
Plausibility বিশ্বাসযোগ্যতা।
Pledge জামানত, পণ
Plenty প্রচুর।
Plethora অতিরিক্ত, আধিক্য বা প্রচুর পরিমাণ।
Plutocracy (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) ধনিকতন্ত্র।
Pneumatic বায়বীয়
Poignant গ্লানিকর/দুঃখ উদ্রেককারী।
Polished সুরুচি সম্পন্ন
Polity রাষ্ট্র ব্যবস্থা।
Polyglot বহুভাষী
Polygon বহুভুজ।
Pompous আত্নম্ভরি
pompous জাঁকজমকপূর্ণ
Pond পুকুর।
Ponder চিন্তা করা/ ভাবিয়া দেখা।
ponderous ভারী ; প্রকান্ড
Pose জাহির করা/ ভঙ্গি।
Possessed অধিকারী।
Postscript অতিরিক্ত বা সর্বশেষ তথ্য।
Postulate স্বতঃসিদ্ধ ধরে নেওয়া, স্বীকার্য।
Potty তুচ্ছ।
Pout বিরক্তিভাব,ঠোঁট ফুলিয়ে রাগ দেখানো
Pragmatic বাস্তবধর্মী প্রয়োগবাদী, ব্যবহারিক
Prawn বাগদা চিংড়ি।
preempt পূর্ব অনুমিত কোন ঘটনা ঘটতে বাধা দেয়া।
Preamble প্রস্তাবনা।
Precarious অনিশ্চিত, আশংকা জনক
Precede অগ্রবর্তী হওয়া
Precise নির্দিষ্ট, যথাযথ।
Precursor অগ্রদূত / ঘটননার পূর্বাভাষ।
Preface প্রস্তাবনা।
Pregnant গর্ভবতী।
Premises প্রাঙ্গণে।
Preponderance ভারাধিক্য।
Present উপস্থিত হওয়া।
Press চাপ দেয়া।
Pressing/Urgency জরুরী
Pretend সাজা ,মিথ্যা বর্ণনা করা।
Pretentious ভন্ড/ দাম্ভিক।
Pretty Penny অত্যন্ত ব্যয় বহুল
Prevalent প্রচলিত।
Prevaricator সত্যের আলাপকারী।
Prick ছিদ্র করা
Prima facie প্রথম দর্শনে।
Process প্রক্রিয়া / পদ্ধতি / প্রণালি।
Procession মিছিল বা শোভাযাত্রা।
Prodigal বেহিসাবী ভাবে ব্যয় করা, অপব্যয়ী
Prodigious বৃহৎ, বিশাল
Prodigy দৈত্য।
Profane অপবিত্র করা, লৌকিক বা ইহজাগতি
Profligacy লাম্পট্য।
Profligate লম্পট।
Profundity গভীরতা বা প্রগাঢ়তা
Profuse সুপ্রচুর, উচ্ছ্বসিত
Proliferate সংখ্যায় বৃদ্ধি পাওয়া।
Prolific উর্বর।
Promising আশাপ্রদ
Prompt দ্রুত।
Prone প্রবণ / আনত/ অধোমুখ।
Propensity প্রবণতা।
Properties ধনসম্পদ
Prophecy দৈববাণী।
Propitious প্রসন্ন
Proportion অনুপাত/ সমানুপাত / মিল/ সঙ্গতি।
Proportionate আনুপাতিক।
proscribe নির্বাসিত করা
Prosperity উন্নতি।
Prostitute পতিতা।
Protract দীর্ঘায়িত করা।
Province প্রদেশ।
Provincial সীমাবদ্ধ
Provocation প্ররোচনা।
Provoke প্ররোচিত করা / উত্তেজিত করা।
Proximate নিকটতম।
Proxy বদলি/ প্রতিনিধি।
prudent বিচক্ষণ, সতর্ক, দূরদর্শী
Pseudonym ছদ্মনাম।
Psyche মন / আত্মা।
Public জনসাধারণ / প্রকাশ্য / সর্বসাধারণ।
Publicize প্রচার করা।
Puer শিশু।
Puerile তুচ্ছ।
Pugnacious যুদ্ধংদেহী
Punctilious খুঁটিনাটি ব্যাপারে অতি সতর্ক।
Punctual সময় নিষ্ট।
Purge শোধন করা
Purloin চুরি করা
Purse টাকার থলি।
Push sale জোর করে বিক্রি করা।
Pusillanimous ভীতু।
Put up with সহ্য করা।
Putsch বিদ্রোহ
Puzzled বিভ্রান্ত।
Exit mobile version