BCS-Solution

WAP

Wireless access point(WAP) বা শধু Access Point এমন একটি হার্ডওয়্যার যা একটি ওয়াই-ফাই ডিভাইসকে তার-যুক্ত নেটওয়ার্কের সাথে যুক্ত করে। Access Point ডিভাইসগুলো সাধারণত রাউটারের সাথে সংযুক্ত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রাউটারের সাথেই Access Point দেওয়া থাকে। সেক্ষেত্রে ওয়াই-ফাই ডিভাইস গুলো ইন্টারনেটে এক্সেসের জন্য সেই রাউটারের সাথে যুক্ত হয়। অনেকটাই হটস্পটের মত। কিন্তু হটস্পটের সাথে Access Point এর পার্থক্য হল Hotspot নিজেই WLAN এর মাধ্যমে ইন্টারনেট এক্সেসের জন্য ফিজিক্যাল লোকেশনের কাজ করে।

Exit mobile version