BCS-Solution

৩৮তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলি

পাপিয়া বিষয়
কোড: ০০৫
নির্ধারিত সময়-৪ ঘন্টা
পূর্ণমান-২০০
[দ্রষ্টব্য-প্রশ্নের মান প্রত্যেক প্রশ্নের শেষ প্রান্তে দেখানাে হয়েছে।]

১।

(ক) রােহিঙ্গা কারা?
(খ) সাম্প্রতিককালে ব্যাপক রােহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য যে সংকট সৃষ্টি করেছে তা আলােচনা করুন।
(গ) এ সমস্যা থেকে অব্যাহতি পাবার কোনাে উপায় আছে কি?

২।

(ক) ক্ষুদ্র নৃগােষ্ঠী বলতে কাদের বুঝায়?
(খ) বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগােষ্ঠীর অবদান মূল্যায়ন করুন ।
(গ) ক্ষুদ্র নৃগােষ্ঠীর জীবনধারার উন্নয়নে সরকারের গৃহীত কোনাে ভূমিকা আছে কি?

(ক) কোথায় এবং কেন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
(খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, তকালীন সােভিয়েত ইউনিয়ন, চীন ও
ভারতের ভূমিকা কি ছিল তা আলােচনা করুন।
(গ) আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি?

৪।

(ক) সংবিধানের সংজ্ঞা দিন। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
(খ) বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করুন।
(গ) সংসদে নারী আসন সংরক্ষিত রাখা কতটা যৌক্তিক?

৫।

(ক) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি?
(খ) ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো আলােচনা করুন।।
(গ) বীরশ্রেষ্ঠগণের নাম লিখুন।

৬।

(ক) মানবসম্পদ বলতে কি বুঝায়?
(খ) দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব সর্বাধিক’-আলােচনা করুন।
(গ) যথাযথ শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের উদ্যোগ কতটুকু?





৭।

(ক) বাংলাদেশের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দিন।
(খ) আমাদের খনিজ সম্পদ আহরণ ও শিল্পে ব্যবহারের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা কি?
(গ) শক্তিসম্পদ হিসেবে কয়লার গুরুত্ব আলােচনা করুন।

৮।

(ক) ICT বলতে কি বুঝায়?
(খ) ICT ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্লেষণ করুন।
(গ) নিকট ভবিষ্যতে এদেশে ICT ক্ষেত্রে অধিকতর সম্ভাবনা কতটুকু বলে মনে করেন?

৯।

(ক) দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝায়?
(খ) উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সক্ষম’- আলােচনা করুন।
(গ) আপনি কি মনে করেন যে, পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী?

১০। টীকা লিখুন (যে কোনাে ৪টি)

(ক) প্রশাসনিক ট্রাইব্যুনাল
(খ) বাংলাদেশ জাতীয় জাদুঘর
(গ) শহীদ বুদ্ধিজীবী দিবস
(ঘ) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
(ঙ) ১৭ এপ্রিল ১৯৭১
(চ) বাংলাদেশে খাদ্য নিরাপত্তা
(ছ) আমাদের সামুদ্রিক সম্পদ।
Exit mobile version