৩৪তম বিসিএস লিখিত প্রশ্ন সাধারণ বিজ্ঞান

সাধারণ বিজ্ঞানঃ৫০

১।

(ক) লাউড স্পিকার কি? এটা কিভাবে কাজ করে?
(খ) RUBY LASER এর গঠন বর্ণনা করুন।
(গ) চৌম্বক বলরেখা বলতে কি বোঝায়? এর ধর্মাবলি লিখুন।
(ঘ) ডেঙ্গু হিমোরেজিক ফিভার এর লক্ষণসমূহ কি কি? এর চিকিৎসা উল্লেখ করুন।
(ঙ) একটি সাধারণ বিদ্যুৎ কোষের গঠন প্রণালি বর্ণনা করুন।

২।

(ক) বৈদ্যুতিক কোষ ও ব্যাটারির মধ্যে পার্থক্য লিখুন
(খ) পুকুরের চেয়ে সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ কেন?
(গ) “ডিজিটাল” এবং “এনালগ” এ দুটি শব্দ দিয়ে ইলেক্ট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে কি বুঝানো হয় ?
(ঘ) নাইট্রোজেন চক্র কি? সংক্ষেপে লিখুন।

৩।

(ক) সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) শব্দ দূষণ কি? এর ফলে কি ক্ষতি হয়?
(গ) একটি বাতির গায়ে 220V-25W লেখা আছে- কথাটির অর্থ কি?
(ঘ) মোটরগাড়ির ইঞ্জিনে ব্যবহৃত কোষে বিশুদ্ধ পানি দিতে হয় কেন?

৪।

(ক) হীরকের সংকট কোণ ২৪০ বলতে কি বোঝায়?
(খ) সামুদ্রিক জলোচ্ছ্বাস কি এবং কেন ঘটে ?
(গ) গামা রশ্মি কি? এর প্রভাবে মানুষের কি কি ক্ষতি হতে পারে?
(ঘ) পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন গঠনের মূল পার্থক্য কি?

৫।

(ক) LDLও HDL কি? মানব দেহে এদের কাজ কি?
(খ) রক্তের Rh ফ্যাক্টর কি? এটি কেন গুরুত্বপূর্ণ?
(গ) IC কি? এর সুবিধাগুলো লিখুন।
(ঘ) স্বরকম্পের প্রয়োগ(Application of Beats) লিখুন।