BCS-Solution

৩৪তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র

২৯৬
দানিয়ুব
বাংলা দ্বিতীয় পত্র
বিষয় কোডঃ ০০২
নির্ধারিত সময়-৩ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ- প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। যে কোনো একটি বিষয়ে রচনা লিখুনঃ- ৪০

(ক) বাংলাদেশ রাষ্ট্রের উত্থানে নারীর অবদান;
(খ) তথ্য-প্রযুক্তি ও নতুন গণমাধ্যম;
(গ) বাংলাদেশের পোশাক-শিল্পে বৈদেশিক বিনিয়োগঃ সংকট ও সম্ভাবনা;
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরঃ কবি ও কর্মী;
(ঙ) বিকেন্দ্রীকরণ ও পল্লী-উন্নয়ন।

২। বন্ধনীর মধ্যে বর্ণিত সঙ্কেতের ইঈিতে একটি প্রবন্ধ লিখুনঃ- ৪০

(ক) জনসংখ্যা সমস্যা জন-সম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষাঃ (কর্মমুখী শিক্ষা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থা; কর্মমুখী শিক্ষার গুরুত্ব;
বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বর্তমান পরিস্থিতি; যৃগোপযোগী নতুন নতুন ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার প্রসার; প্রশিক্ষিত জন-সম্পদের কর্মসংস্থানের উদ্যোগ; শ্রম বাজাওে প্রশিক্ষিত জন-সম্পদের ভূমিকা।)
(খ) সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশঃ (সাম্প্রদায়িকতা; অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্রের জন্ম; ধর্ম নিরপেক্ষতা ও বাংলাদেশের সংবিধান; ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক; বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি; সম্প্রীতির লক্ষ্যে করণীয়।)
(গ) লৈঙ্গিক সমতাবোধঃ (লৈঙ্গিক সমতার ধারণা; কেন নিভাজন; অসমতা কি প্রাকৃতিক?; অসমতার উৎসে সমাজের ভূমিকা; সমতা ও সামাজিক প্রগতি; নারী-পুরুষ-যৌথতা ও ভবিষ্যতের বাংলাদেশ।)

৩। যে কোনো একটি বিষয়ে পত্র লিখুনঃ- ২০

(ক) আপনার এলাকার অনুন্নত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রভূত উন্নয়নকারী একজন
বিদ্যোৎসাহী প্রবীণ শিক্ষকের সংবর্ধনা উপলক্ষে একটি মানপত্র রচনা করুন।
(খ) আপনার শহরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠ সরকারি স্থাপনার কাজে
ব্যবহার করার সিদ্ধান্ত হওয়ার নাগরিক জীবনে সমন্বয়ধর্মী দেশজ সংস্কৃতির
চর্চার নেতিবাচক প্রভাব পড়তে পারে-এ আশঙ্কা জানিয়ে এবং মাঠটির
সংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করে একে রক্ষার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের
নিকট আবেদনপত্র লিখুন।
(গ) রাজধানীর কোন বিশিষ্ট পুস্তক প্রকাশক ও বিক্রেতার নিকট বিভাগভিত্তিক
অনুমোদিত এজেন্সি চেয়ে আবেদনপত্র লিখুন।
Exit mobile version