BCS-Solution

৩৩তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র

বিষয় কোড: ০০২
পত্রঃ দ্বিতীয়
নির্ধারিত সময়ঃ ৩ ঘন্টা
পূর্ণমানঃ ১০০
[দ্রষ্টব্য: প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]

১। যে কোন একটি বিষয়ে রচনা লিখুন:

ক) মুক্তিযুদ্ধের চেতনার পটভূমিতে গণতান্ত্রিক সমাজ;
খ) দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সমাজশক্তির ভূমিকা।
গ) বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্যৎ
ঘ) বাঙালিদের বুদ্ধির মুক্তি আন্দালন ও বাংলা সাহিত্য;
ঙ) বাংলাদেশে ফোকলোর চর্চা।

২। বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুন;

ক) পরিবেশ আন্দোলন:
(পরিবেশের সংজ্ঞা, পরিবেশ আন্দোলনের সুচনা, পরিবেশ আন্দোলনের কারণসমূহ বিশ্ব পরিবেশ সচেতনতা, পরিবেশ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা, পরিবেশ আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়, পরিবেশ আন্দোলনে সরকারি-বেসরকারি সহযোগিতা, উপসংহার।

খ) নারীর ক্ষমতাযন:

(সূচনা, বিশ্ব প্রেক্ষাপট, বাংলাদেশ প্রেক্ষাপট, প্রশাসনিক পর্যায়ে নারীর অবস্থান, নারীর ক্ষমতায়ন প্রক্রিয়া ও বাস্তব প্রেক্ষাপট, নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা, নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ, উপসংহার।

গ) নিয়মাবর্তিতা ও শৃঙ্খলাবোধ:

(ভূমিকা, নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা, সমাজ ও জাতীয় জীবনে নিয়মানুবর্তিতা, নিয়মানুশীলনের প্রস্তুতিকাল, নিয়মানুবর্তিতা ব্যক্তি স্বাধীনতার অন্তরায় নয়, নিয়মানুবর্তিতা ভঙ্গের পরিণতি, নিয়মানুবর্তিতার ফলাফল, উপসংহার।)

৩। যে কেন একটি বিষয়ে রচনা লিখুন:

ক) বিদ্যালয়ে মহাবিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্র“টি সংশোধন ও সঠিক ইতিহাস সংরকষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি রচনা করুন।
খ) আপনার অঞ্চলেরকৃষকদের কৃষিপণ্যের ন্যায়সঙ্গত মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে একটি কমিউনিটি খাদ্য গুদাম নির্মাণ প্রয়োজন’ মর্মে জাতীয় দৈনিকে প্রকাশের জন্য একটি পত্র লিখুন।
গ) মহল্লার পাশে শিশুদের খেলার মাঠে ইদানিং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করে, পৌর মেয়রকে পত্র লিখুন।
Exit mobile version