BCS-Solution

৩০তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র

১. যে-কোন একটি বিষয়ে রচনা লিখুনঃ- ৪০

ক. মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা উপন্যাস
খ. নদী ভাঙ্গন ও তার প্রতিকার
গ. বিশ্ব জলবায়ু পরিবর্তন
ঘ. বাংলাদেশের জনশক্তি রপ্তানি
ঙ. বাংলাদেশের পাঠ শিল্পের ভবিষ্যৎ

২. বন্ধনীর মধ্যে উল্লিখিত সংকেতের ইঙ্গিতে একটি প্রবন্ধ লিখুনঃ- ৪০

ক. পরিবেশ আন্দোলন
পরিবেশ আন্দোলনের সূচনা, এই আন্দোলনের কারণসমূহ, বিশ্ব পরিবেশ সচেতনতা, পরিবেশ আন্দোলনে বাংলাদেশের অবস্থান, এই আন্দোলনে বিশ্ব সমাজের করণীয়, আন্দোলনের ভবিষ্যৎ, এই আন্দোলনে সরকারি ও বেসরকারি সহযোগিতা

খ. ভূমিকম্প

ভূমিকম্প কী এবং কেন হয়? ভূমিকম্পের পরিমাপ ও মাত্রা, বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা, এর মাত্রা বিষয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ অভিমত, ভূমিকম্প চলাকালে কী করণীয়, শেষ হলে কী কী করা কর্তব্য, ভূমিকম্পের মোকাবিলায় সরকারের পূর্ব প্রস্তুতি, উপসংহার।

গ. সাংস্কৃতিক আগ্রাসন

দেশজ সংস্কৃতি, সংস্কৃতির বিশ্বায়নের সূচনা, বহি-সংস্কৃতির আগ্রাসন ও প্রসারণ, সাংস্কৃতিক আগ্রাসনে স্থানীয় সংস্কৃতির অবস্থা, বিশ্ব ও স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনের ইতিবাচক দিক, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ, সরকারের করণীয়।

৩. যে-কোন একটি বিষয়ে পত্র লিখুনঃ- ২০

ক. স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতিগত ত্রুটি সংশোধন ও সঠিক ইতিহাস সংরক্ষণে কতিপয় কার্যকর প্রস্তাব জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি লিখুন।
খ. আপনার এলাকার একজন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে পাঠের জন্য একটি মানপত্র রচনা করুন।
গ. বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণের যৌক্তিকতা দেখিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইওকে অনুপ্রাণিত করে একটি পত্র লিখুন।


👉 Read More...👇
Exit mobile version