BCS-Solution

৩০তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলি দ্বিতীয় পত্র

১. টিকা লিখুন (প্রয়োজনে সংবিধানের আলোকে) যেকোন চারটি

ক. ন্যায়পাল
খ. সংযুক্ত তহবিল
গ. অধ্যাদেশ
ঘ. গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
ঙ. গ্রামী উন্নয়ন ও কৃষি বিপ্লব
চ. সাংবিধানিক সংস্থা
ছ. অর্থবিল

২. বাংলাদেশের সংবিধানে বিধৃত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ কী কী? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক নীতির বিস্তারিত আলোচনা করুন।
৩. জরুরি অবস্থা কী প্রেক্ষাপটে জারি করা যায়? জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংবিধানে বিধৃত গুরুত্বপূর্ণ বিষয়াবলি আলোচনা করুন।
৪. জলবায়ু পরিবর্তনজনিত কারণে সম্ভাব্য বিরূপ প্রভাব এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রমের বিবরণ দিন।
৫.

ক. NGO কি? বাংলাদেশের মানবাধিকার ও অর্থনৈতিক অন্নয়নে NGO এর ভূমিকা আলোচনা করুন।
খ. রাজনীতির সাথে অর্থনীতির আলোচনা করুন।

৬. বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নয়নে IMF, ADB এবং World Bank এর ভূমিকা আলোচনা করুন।
৭. স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে বিশ্ব সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন।
৮. সংক্ষেপে বাংলাদেশের খনিজ সম্পদের বিবরণ দিন। একই সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির হাল অবস্থার বিবরণ দিন।
৯. সুশাসন বলতে কি বুঝায়? সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ও ব্যার্থতা আপনার সুপারিশসহ আলোচনা করুন।

Exit mobile version