৪০তম বিসিএস লিখিত প্রশ্ন সাধারণ বিজ্ঞান

বিষয় কোডঃ ০১০ নির্ধারিত সময়: ৩ ঘণ্টা
পূর্ণমান: ১০০
Part A- সাধারণ বিজ্ঞান
মান: ৬০
(যে-কোনাে আটটি প্রশ্নের উত্তর দিন।)

১.
(ক) এসিড ও ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্যসমূহ লিখুন। নির্দেশক কী?
(খ) মানুষের শরীরে এসিডিটির কারণ এবং এর নিরাময়ে সঠিক খাদ্য নির্বাচন পদ্ধতি আলােচনা করুন।
(গ) PH কী? কোন বিশুদ্ধ পানিতে এসিড যােগ করার ফলে যদি H+ (হাইড্রোজেন আয়ন)-এর ঘনমাত্রা ১০ (দশ) গুণ বেড়ে যায় তাহলে পানির PH কত হবে? সালফিউরিক এসিডযুক্ত শিল্পবর্জ্য জলাশয়ে ফেললে, ঐ জলাশয়ে জলজ প্রাণীর বসবাস অনুপযুক্ত হয়ে পড়ে কেন?

২.
(ক) জীবাশ্ম জ্বালানি কী? প্রকৃতিতে কীভাবে এই জ্বালানির সৃষ্টি হয়?
(খ) পেট্রোলিয়াম গ্যাস কী? আংশিক পাতনের সাহায্যে কীভাবে অপরিশােধিত তেল থেকে পেট্রোলিয়াম গ্যাস ও গ্যাসােলিন পাওয়া যায় বর্ণনা করুন।
(গ) বায়ােমাস ও বায়ােগ্যাস কী? বায়ােগ্যাসের প্রধান উপাদানসহ এর প্রস্তুত প্রণালী ও ব্যবহার সংক্ষেপে লিখুন।

৩.
(ক) বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কী কী? যেকোনাে দুটি স্তরের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(খ) বায়ুমণ্ডলে O2, CO2, ও N2 এর ভূমিকা কী? বায়ুমণ্ডলে CO2-এর পরিমাণ বৃদ্ধি পেলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় কেন?
(গ) জোয়ার ভাটা কী? দিনে দু’বার জোয়ার ভাটা হয় কেন?

৪.
(ক) অতিবেগুনী রশ্মি কী? এটা কী কী কাজে ব্যবহৃত হয়?
(খ) প্রভা কী? প্রভা কত প্রকার ও কী কী? চিকিৎসা ক্ষেত্রে প্রভার ব্যবহার বর্ণনা করুন।
(গ) একটি চুম্বকের পােলারিটি ও কুরি বিন্দু বলতে কী বােঝায়? ফেরােচৌম্বকত্ব কী? একটি ফেরােচুম্বককে কীভাবে প্যারাচুম্বকে পরিণত করা যায় বর্ণনা করুন।


৫.
(ক) মনােস্যাকারাইড ও পলিস্যাকারাইড কী? এগুলাে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কেন?
(খ) আমাদের দেশে কী কী পন্থায় খাদ্যে ভেজাল দেয়া হয় আলােচনা করুন।
(গ) লিপিড কী? লিপিডের বৈশিষ্ট্য ও কাজ উল্লেখ করুন।
(ঘ) ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্রি-রেডিকেল কী? স্বাস্থ্য রক্ষায় এদের ভূমিকা ব্যাখ্যা করুন।

৬.
(ক) ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণসমূহ লিখুন। ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদানটি লিখুন।
(খ) ডেঙ্গু ভাইরাসের বিস্তার রােধে আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়ােজন? অ্যান্টিবায়ােটিকসসমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরােধে কার্যকর নয় কেন?
(গ) রাতকানা রােগ কী? কী কারণে রাতকানা রােগের সৃষ্টি হয় বিস্তারিত আলােচনা করুন। এ রােগ প্রতিকারে কী পদক্ষেপ নেয়া উচিত?
(ঘ) সুষম খাবারের উপাদানসমূহ কী কী? খাদ্যাভ্যাস শরীরের ওজন বাড়ায় পরবর্তীতে তা কীভাবে ডায়াবেটিস-এর কারণ হয়ে দাঁড়ায় আলােচনা করুন।

৭.
(ক) চারটি পানিবাহী রােগের নাম লিখুন। বেরিবেরি রােগের কারণ কী? সূর্যরশ্মিতে ভিটামিন-ডি পাওয়া যায়-ব্যাখ্যা করুন।
(খ) রক্ত কণিকাসমূহ কী কী? রক্ত লাল দেখায় কেন? হেপাটাইটিস কী? কী কারণে হেপাটাইটিস হয়? রক্তের মাধ্যমে সংক্রমিত দুটি হেপাটাইটিস ভাইরাসের নাম লিখুন।
(গ) অ্যান্টিসেপটিক কী? চিকিতৎসাক্ষেত্রে ব্যবহৃত তিনটি উল্লেখযােগ্য অ্যান্টিসেপটিকের নাম লিখুন। স্টেম সেল থেরাপি কী? উদাহরণসহ চিকিৎসাবিজ্ঞানে স্টেমসেল থেরাপির অবদান আলােচনা করুন।

৮.
(ক) পলিমার সেমিকন্ডাক্টর কী? এর বৈশিষ্ট্যসমূহ আলােচনা করুন।
(খ) টেফলন ও পলিস্টার-এর সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা করুন। পরিবেশ দূষণে রাবার এবং প্লাস্টিকের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করুন।
(গ) জেনেটিক রােগ বলতে কী বােঝায়? সিকল সেল এনেমিয়া ও থ্যালাসেমিয়া জেনেটিক রােগদ্বয় সম্পর্কে বিস্তারিত লিখুন।

৯.
(ক) এসিড বৃষ্টি কী? প্রকৃতিতে এসিড বৃষ্টি সৃষ্টির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করুন। এসিড বৃষ্টির ফলে মানুষের দৈনন্দিন জীবন কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আলােচনা করুন।
(খ) জৈবপ্রযুক্তি ও ন্যানােপ্রযুক্তি কী? জৈব প্রযুক্তি ও ন্যানােপ্রযুক্তির প্রয়ােগক্ষেত্রগুলাে বর্ণনা করুন।
(গ) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন?


Part B – Computer and Information Technology
মান: ২৫

১০। যে-কোনাে দশটি প্রশ্নের উত্তর দিন:

(ক) Authentication এবং Authorization-এর মধ্যে পার্থক্য লিখুন।
(খ) Software development life cycle (SDLC)-এর মূল ধাপসমূহ বর্ণনা করুন।
(গ) Software-এর প্রেক্ষিতে data এবং information সম্পর্কে বর্ণনা করুন।
(ঘ) TCP/IP suit-এর যে-কোনাে দুটি প্রটোকলের নাম এবং এদের সম্পর্কে সংক্ষেপে লিখুন।
(ঙ) Compiler এবং interpreter-এর মধ্যে পার্থক্য লিখুন।
(চ) Software Engineering-এর প্রেক্ষিতে পাঁচটি ভিন্ন ভিন্ন design pattern-এর নাম লিখুন।
(ছ) Integration testing এবং Beta testing সম্পর্কে সংক্ষেপে লিখুন।
(জ) General purpose microprocessor-এ program counter কী? Program counter-এর ব্যবহার লিখুন।
(ঝ) Computer network-এ router-এর কাজ কী? রাউটারের অপারেশনাল ব্লক ডায়াগ্রাম আঁকুন।
(ঞ) Object oriented programming-এর প্রেক্ষিতে ‘function overloading’ বলতে কী বােঝায়? Function overloading-এর একটি উদাহরণ দিন।
(ট) DBMS-শ্রেণিবিন্যাস বর্ণনা করুন।
(ঠ) HTTPS কীভাবে একটি website-এর সুরক্ষা দেয়? ব্লক ডায়াগ্রামের মাধ্যমে উত্তর দিন।



Part C – Electrical and Electronic Technology
মান: ১৫

১১। যে-কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দিন:
(ক) পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া একটি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রদর্শন করুন।
(খ) একটি cicuit-এ electrical parameter মাপতে পাঁচটি basic tool-এর নাম লিখুন।
(গ) RLC সিরিজ সার্কিটে কখন সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে? এটির একটি ব্যবহারিক উদাহরণ দিন।
(ঘ) Alternator এবং generator কী লিখুন।
(ঙ) Open circuit এবং short circuit অবস্থা ব্যাখ্যা করুন।
(চ) Electrical সার্কিটের চারটি মূল অংশ কী কী?
(ছ) Voltage stabilizer বলতে কী বােঝানাে হয়? এটির মূল অংশ ব্লক ডায়াগ্রামে দেখান।
(জ) Ohm’s Law বর্ণনা করুন। গ্রাফের মাধ্যমে Ohm’s Law প্রদর্শন করুন।

Add a Comment