৪০তম বিসিএস লিখিত প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলি

বিষয় কোড: ০০৭ নির্ধারিত
সময়: ৩ ঘণ্টা
পূর্ণমান: ১০০

১। নিম্নলিখিত যে-কোনাে দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন:

(ক) জলবায়ু শরণার্থী (climate refugee) বলতে কী বােঝায়?
(খ) চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলােচনা করুন।
(গ) সুনীল অর্থনীতি (blue economy) সম্পর্কে সংক্ষেপে আলােচনা করুন।
(ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতিপ্রকৃতি উল্লেখ করুন।
(ঙ) বেল্ট অ্যান্ড রােড ইনিশিয়েটিভ (বিআরআই) বলতে কী বােঝায়?
(চ) পররাষ্ট্রনীতিতে জনকূটনীতির গুরুত্ব কী? সংক্ষেপে ব্যাখ্যা করুন।
(ছ) ভঙ্গুর রাষ্ট্র (fragile state) ও ব্যর্থ রাষ্ট্র (failed state)-এর মধ্যে পার্থক্য কী?
(জ) দক্ষিণ চীন সাগর বিরােধের কারণসমূহ সংক্ষেপে আলােচনা করুন।
(ঝ) বিশ্ব বাণিজ্য সংস্থায় বিরােধ নিষ্পত্তির ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলােচনা করুন।
(ঞ) সিডাে (CEDAW)-র গুরুত্ব সংক্ষিপ্তভাবে উল্লেখ করুন।
(ট) ট্র্যান্সআটলান্টিক (transatlantic) সম্পর্কের গতিপ্রকৃতি সংক্ষেপে আলােচনা করুন।
(ঠ) আঞ্চলিক সহযােগিতার ক্ষেত্রে ফাংশনালিজম (functionalism) তত্ত্বের গুরুত্ব কী?



২। যে-কোনাে তিনটি প্রশ্নের উত্তর দিন:

(ক) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক বাজারে ও বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে বিস্তারিত লিখুন।
(খ) দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তার হুমকিসমূহ ব্যাখ্যা করুন। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আপনার সুপারিশসমূহ কী কী?
(গ) মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান ও সৌদি আরবের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বিশ্লেষণ করুন। এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূমিকা মূল্যায়ন করুন।
(ঘ) অর্থনৈতিক কূটনীতি কী? বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব আলােচনা করুন। অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার জন্য বাংলাদেশ কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে?

৩। রােহিঙ্গা সংকট মােকাবেলায় বাংলাদেশের গৃহীত নীতি ও পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে এবং দেশের জন্য অনেক সুফল বয়ে আনছে। কিন্তু মিয়ানমার সরকারের আচরণের কোন পরিবর্তন ঘটছে না। রােহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোন কার্যকর ভূমিকা রাখছে না। এ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রােহিঙ্গা বিষয়ে একটি উন্মুক্ত আলােচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানাে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই আলােচনায় অংশ নেবেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের জন্য একটি নীতিপত্র (policy brief) তৈরি করুন।

Add a Comment