৪০তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলাদেশ বিষয়াবলি

বিষয় কোডঃ ০০৫ নির্ধারিত
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ২০০

১।
(ক) বাংলাদেশের ভৌগােলিক অবস্থান ও ভূ-প্রকৃতি বর্ণনা করুন।
(খ) ভূ-রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর ঝুঁকিসমূহ আলােচনা করুন।

২।
(ক) পরিবার পরিকল্পনা’ বলতে কী বােঝেন?
(খ) জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করুন।
(গ) জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা এবং তার সফলতা বর্ণনা করুন।

৩। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমির বিভিন্ন পর্যায় উল্লেখ করুন।

৪। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিম্নের ঘটনাগুলাের প্রভাব বর্ণনা করুন:
(ক) ছয়-দফা আন্দোলন
(খ) ৬৯-এর গণঅভ্যুত্থান
(গ) ৭০-এর সাধারণ নির্বাচন
(ঘ) ৭ই মার্চের ভাষণ



৫।
(ক) ইপিজেড (EPZ) কীভাবে বাংলাদেশের শিল্পোন্নয়নে ভূমিকা রাখছে?
(খ) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (BEPZ) মধ্যে পার্থক্য কী?
(গ) পিপিপি (PPP)-এর আওতায় এ পর্যন্ত সম্পন্ন বিভিন্ন প্রকল্পগুলাে কী কী?

৬।
(ক) বাংলাদেশ সংবিধানের মূলনীতিগুলাে বর্ণনা করুন।
(খ) বাংলাদেশের সংবিধান সংশােধনের বিধানাবলি বর্ণনা করুন।
(গ) বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশােধনীর মূল বিষয়গুলাে বর্ণনা করুন।

৭।
(ক) যুদ্ধাপরাধ বলতে কী বােঝেন?
(খ) বাংলাদেশে সংঘটিত যুদ্ধাপরাধ সম্পর্কে আলােচনাপূর্বক যুদ্ধাপরাধের বিচারের তাৎপর্য বর্ণনা করুন।
(গ) পিবিআই’ গঠনের ফলে ফৌজদারী মামলা তদন্তে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা উদাহরণসহ আলােচনা করুন।



৮।
(ক) নেতৃত্ব কী?
(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশমাটিক নেতৃত্ব সম্পর্কে আলােচনা করুন।

৯।
(ক) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাতের ভূমিকা আলােচনা করুন।
(খ) কৃষি উন্নয়নে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা এবং এর সফলতার বর্ণনা দিন।

১০। টীকা লিখুন (যে-কোনাে চারটি):
(ক) ভিশন ২০২১
(খ) ছিটমহল সমস্যার সমাধান
(গ) নারীর ক্ষমতায়ন
(ঘ) সুশাসন (Good Governance)
(ঙ) সমুদ্র অর্থনীতি (Blue Economy)
(চ) পরিবেশবান্ধব অর্থনীতি (Green Economy)

Add a Comment