৩৫তম বিসিএস লিখিত প্রশ্ন বাংলা
|বেলী
বিষয় কোড ০০১
[সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য]
নির্ধারিত সময়-৪ ঘণ্টা।
পূর্ণমান—২০০
[দ্রষ্টব্য :–প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে।]
১। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন – ৬x৫=৩০
(খ) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে অ-তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন ।
(গ) নিচের শব্দগুলোর উৎসগত পরিচয় লিখুনঃ কিস্তি, পুলটিক্স, টোপর, সোহাগ, পাপড়, ভাত ।
(ঘ) প্রবাদ-প্রবচনের নিহিতার্থ লিখুনঃ হরি ঘোষের গোয়াল; ঘুঁটে পোড়ে গোবর হাসে; চিত্রগুপ্তের খাতা; ওঝার ব্যাটা বনগরু; শিখণ্ডী খাড়া করা; থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর।
(ঙ) নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুনঃ
(আ) সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো। (জটিল)
(ই) পনের মিনিট পর তিনি এলেন। (যৌগিক)
(ঈ) পুকুরপাড়ে এখন কেউ নেই । (অস্তিবাচক)
(উ) কোথাও কি তিনি আছেন? (নেতিবাচক)
(ঊ) গোলাপটি অত্যন্ত সুন্দর! (বিস্ময়সূচক)
২। ভাব-সম্প্রসারণ করুন – ২০
অথবা
(খ) স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি।
৩। সারমর্ম লিখুন – নম্বর ২০
চুনি উঠল রাঙা হয়ে ।
আমি চোখ মেললুম আকাশে-
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে ।
গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’-
সুন্দর হল সে।
অথবা
প্রতিদিনের এই যে অভ্যস্ত পৃথিবী আমার কাছে জীর্ণ, অভ্যস্ত প্রভাত আমার কাছে ম্লান । কবে এরাই আমার কাছে নবীন ও উজ্জ্বল হয়ে ওঠে? যেদিন প্রেমের দ্বারা আমার চেতনা নবশক্তিতে জাগ্রত হয়। যাকে ভালোবাসি আজ তার সঙ্গে দেখা হবে এই কথা স্মরণ হলে কাল যা কিছু শ্রীহীন ছিল আজ সেই সমস্তই সুন্দর হয়ে ওঠে। প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অরূপকে দেখতে পায়; তাকে নূতন কোথাও যেতে হয় না। ঐ অভাবটুকুর দ্বারাই অসীম সত্য তার কাছে সীমায়বদ্ধ হয়েছিল।
৪। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিনঃ- ৩x১০=৩০
(খ) বাংলা সাহিত্যে শ্রীচৈতন্য দেবের ভূমিকা পর্যালোচনা করুন।
(গ) বৈষ্ণব পদাবলি ধারায় বিদ্যাপতির বিশেষত্ব ব্যাখ্যা করুন ।
(ঘ) বাংলা সাহিত্যের ইতিহাসে রোসাঙ্গ রাজসভার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করুন।
(ঙ) রবীন্দ্র-ছোটগল্পভুক্ত তিনটি নারী চরিত্রের পরিচয় দিন।
(চ) ‘বিষাদ-সিন্ধু’র ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করুন।
(ছ) বাংলা সাহিত্যে ‘কল্লোল যুগ’ সম্পর্কে ধারণা দিন।
(জ) মুক্তিযুদ্ধভিত্তিক একটি বাংলা নাটকের মূল্যায়ন করুন ।
(ঝ) সাম্প্রতিক বাংলাদেশে লোকধারার গানের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন।
(ঞ) বাংলাদেশের সাহিত্যনির্ভর চলচ্চিত্র সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন।
৫। বাংলায় অনুবাদ করুন – ১৫
৬। বছরের একটি ছেলে হারিয়ে গেছে । ছেলেটির মা-বাবা গেছেন থানায়। পুলিশ মামলা নিতে চাইছে না। ছেলেটির মা-বাবা এবং একজন পুলিশ কর্মকর্তার চরিত্র অবলম্বন করে এই পরিস্থিতির উপযুক্ত সংলাপ রচনা করুন। । ১৫
৭।
অথবা
(খ) একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকল্প কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্তির জন্য জীবনবৃত্তান্তসহ একটি আবেদনপত্র লিখুন।
৮। সম্প্রতি প্রকাশিত ভাষা-আন্দোলন বা মুক্তিযুদ্ধভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন। ১৫
৯। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুনঃ ৪০
(খ) বাংলাদেশের পর্যটন শিল্প;
(গ) বার্ধক্য ও বৃদ্ধাশ্রম;
(ঘ) সড়ক দুর্ঘটনা;
(ঙ) যেদিন সবকিছু গোলমেলে।