ক্যাডার সার্ভিসে নিয়োগ পেলে আপনি “কর্মকর্তা” নাকি “কর্মচারী”?

বাংলাদেশের সংবিধানের যে সকল অনুচ্ছেদে সরকারি কর্মীদের বিষয় উল্লেখ আছে , সে সকল অনুচ্ছেদ গুলি হল-
২১ – নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য),
১১৩ – সুপ্রীম কোর্টের কর্মচারীগণ),
১১৬(ক) – বিচারবিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন,
১৩৩ – অসামরিক সরকারী কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি) ও
১৩৫ – এর প্রত্যেকটি অনুচ্ছেদে সরকারি কর্মীদের “কর্মচারী” বলা হয়েছে ,

কারণ গণপ্রজাতন্ত্রে (People’s Republic) সরকারি কর্মচারী কখনোই কর্মকর্তা নয় , সকল কর্মের কর্তা হলো জনগণ। যদি কেউ সরকারি কর্মচারীকে কর্মকর্তা বলেন বা লেখেন তবে তিনি বা তারা সংবিধান লংঘনের অপরাধে অপরাধী হবেন।

Collected

Add a Comment