BCS-Solution

রাখাইন ও মুরং

Rakhine people

Rakhine people

মুরং(ম্রো)

অবস্থানঃ বান্দরবান
মুরং বাংলদেশের একটি জাতিগোষ্ঠি। মুরুং শব্দটি বহুবচন যার একবচন হল ‘ম্রো’। ‘ম্রো’ শব্দের অর্থ মানুষ। ম্রো ভাষায় ‘ম্রো’রা নিজেদের ‘মারুচা’ বলে থাকে।
মুরুংদের ভাষা মৌখিক।

মুরংদের দেবতার নাম ওরেং

উৎসবঃ মুৎসালাং

রাখাইন(মগ)

রাখাইন শব্দটির উৎস পালি ভাষা। প্রথমে একে বলা হত রক্ষাইন যার অর্থ রক্ষণশীল জাতি।

রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম।

বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত পটুয়াখালি, কক্সবাজার, ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যয়। (রাখাইনরা পটুয়াখালীর মগে কক্সবাজারের বরই খা বা র খায় )

উৎসবঃ সান্দ্রে / সাংগ্রেন

Exit mobile version