পুন্ড্র নগর

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 4 টি।

বাংলাদেশের ঐতিহাসিক প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম প্রাচীনত্বের দাবিদার বগুড়া জেলার অন্তর্গত পুন্ড্রনগর-যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। এটি বাংলাদেশের সর্ব প্রাচীন জনপদ। পুণ্ড্রবর্ধন বা পুন্ড্রনগর (বর্তমান মহাস্থান গড়) ছিল প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী। (36, 20, 12 তম বিসিএস প্রিলিমিনারি) এর জনপদ গড়ে উঠেছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থান ভূমিকে কেন্দ্র করে।

সম্রাট অশকের রাজত্বকালে প্রাচীন পুন্ড্র রাজ্যের স্বাধীন সত্ত্বা বিলুপ্ত হয়।

রামায়ণে গঙ্গা ও করতোয়া নদীর পশ্চিমাংশের মধ্যবর্তী অংশকে বরেন্দ্রীমন্ডল(বরেন্দ্রভূমি) বলে উল্লেখ করা হয়েছে।

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর(রাহঃ) এর মাজার ও বেহুলা-লখিন্দরের বাসর ঘর প্রাচীন পুন্ড্র নগরে বা বর্তমান মহাস্থান গড়ে অবস্থিত। (১০তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment