BCS-Solution

খুলনা জেলা

পূর্ব নামঃ জাহানাবাদ

অবস্থানঃ রুপসা নদীর তীরে। ঢাকা, চট্টগ্রামের পর এটিই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ

ঐতিহাসিক ঘটনা ১৬ ডিসেম্বর ১৯৭১ ,স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কিন্তু খুলনা পাকিস্তানি সেনাদের নিয়ন্ত্রণে ছিল, পরবর্তী ১৭ ডিসেম্বরে পাকিস্তানি সেনারা সার্কিট হাউজ ময়দানে আত্মসমর্পণ করে, খুলনা তার স্বাধীনতা ফিরে পায়।

পীর খানজাহান আলী ৪০০ বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য এই জেলায় আসেন।

মহাত্মা গান্ধী ১৯২৬ সালে স্বদেশী আন্দোলনে যোগদানের জন্য খালিশপুরে আসেন।

দর্শনীয় স্থানঃ

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ <

নদ-নদীঃ খুলনা জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানকার নদীগুলো হচ্ছে রূপসা নদী, ভৈরব নদ, শিবসা নদী, পশুর নদী, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী, পশুর নদী, আঠারোবাঁকি নদী, ভদ্রা নদী, বুড়িভদ্রা নদী, শৈলমারী নদী, কাজিবাছা নদী, ডাকাতিয়া নদী, শাকবাড়িয়া নদী, কাঁকরী নদী, ঝপঝপিয়া নদী, তেলিগঙ্গা-ঘেংরাইল নদী, অর্পণগাছিয়া নদী, কুঙ্গা নদী, মারজাত নদী, মানকি নদী, বল নদী, নলুয়া নদী, ঘনরাজ নদী।

অন্যান্য তথ্যঃ

<- মেহেরপুর
নড়াইল ->

Exit mobile version