BCS-Solution

খাগড়াছড়ি জেলা

পূর্ব নামঃ খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় পরবর্তী কালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে উঠে, ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। ১৭০০ সালে এই এলাকাটি কার্পাস মহাল নামে পরিচিত ছিল। তৎকালিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোঃ এর সাথে একযুদ্ধে পরাজিত হয়ে কার্পাস তুলা ট্যাক্স হিসাবে দিতে হতো বলে এরূপ নামকরণ করা হয়েছিল।

অপরুপ সৌন্দর্যের অধিকারী খাগড়াছড়ি পার্বত্য জেলা। এখানে রয়েছে অসম্ভব সুন্দর সব পর্যটন কেন্দ্র, যা দেখার জন্য বছরে প্রায় পতিদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে। আর তাই এ জেলাকে প্রকৃতির রাণী বলা হয়।

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ

খনিজ পদার্থঃ সিমুতাং গ্যাসফিল্ড, মানিকছড়ি

দর্শনীয় স্থানঃ

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র

নদ-নদীঃ চেঙ্গী, মাইনী, ফেণী

<- লক্ষীপুর
ফেনী ->

Exit mobile version