BCS-Solution

গারো

Garo People

Garo People

Information

বসবাসের স্থানঃ টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ (৪০তম বিসিএস প্রিলিমিনারি) (প্রগার টা নে একেবারে শে ম পুরে)
ময়নসিংহের গারো পাহাড়ের নামানুসারে এদেরকে গারো বলা হয়। পাহাড়ি গারোদের ‘অচ্ছিক’ সমতলের গারোদের ‘লামদানী’ নামে ডাকা হয়।

ভাষাঃ মান্দি । এ ভাষার কোন লিপি বা অক্ষর নেই।

পরিবারের নেতৃত্বঃ গারো সমাজ মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক

তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ‘ওয়ানগালা‘; যাতে দেবতা মিসি আর সালজং এর উদ্দেশ্যে উৎপাদিত ফসল উৎসর্গ করা হয়। উল্লেখ্য ওয়ানগালা না হওয়া পর্যন্ত মান্দিরা নতুন উৎপাদিত ফসলাদি খেত না।

গারোদের প্রধান দেবতার নাম তাতারা রাবুগা। এছাড়াও অন্যান্য দেবতারা হলেন- মিসি সালজং, সুসমি, গয়ড়া প্রমুখ।

বাংলাদেশে বসবাসকৃত বর্তমান গারোদের ৯০% ধর্মান্তরিত খিষ্ট্রান। প্রায় ২% মুসলিম ও হিন্দু এবং বাকি ১০% ঐতিহ্যবাহী ধর্ম পালন করে(২০০৮ সালের তথ্যমতে)।
গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সংসারেক

Exit mobile version