BCS-Solution

কুমিল্লা জেলা

komilla

komilla

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

পূর্ব নামঃ ত্রিপুরা। (প্রাচীনকালে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সমতট নামে ডাকা হতো)।

অবস্থানঃগোমতি নদীর তীরে।

উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ

খনিজ পদার্থঃ বাখারাবাদ, বাঙ্গুরা ও সালদা গ্যাস ক্ষেত্র।

দর্শনীয় স্থানঃ শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর, ব্লু ওয়াটার পার্ক, লালমাই বৌদ্ধ বিহার, লালমাই পাহাড়, ময়নামতি পাহাড়; (৩৩তম বিসিএস প্রিলিমিনারি) ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার রাজেশপুরে রয়েছে ইকোপার্ক; কুটিল মুড়া; রুপবানের ইটাখোলা।

উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বা বার্ড (Bangladesh Academy for Rural Development-BARD)- এটি ড. আখতার হামিদ খানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ; দেশের একমাত্র সার্ভে প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট; দুটি বিসিক নগরী ও একটি ইপিজেড।

নদ-নদীঃ মেঘনা, গোমতী নদী(কুমিল্লার দুঃখ বলা হয়; এই জোয়ার ভাটা হয় না), তিতাস নদী, ডাকাতিয়া নদী, কাঁকড়ী নদী, ছোট ফেনী, কার্জন খাল (জলাশয়)

অন্যান্য তথ্যঃ মুক্তিযুদ্ধে কুমিল্লা ২ নং সেক্টর এর অন্তর্গত ছিল। ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল ২নং সেক্টর। এ সেক্টরের নেতৃত্ব দেন- মেজর খালেদ মোশাররফ; এই অঞ্চলের খাদি কাপড়ের খ্যাতি বিশ্বজোড়া। কুমিল্লার রসমলাই সারাদেশে এক নামে পরিচিত। কর্কটক্রান্তি রেখা (২৩°৫’) কুমিল্লা শহরের দক্ষিণ দিকে টমসন ব্রিজের উপর দিয়ে অতিক্রম করেছে।

<- নোয়াখালী
লক্ষীপুর ->

Exit mobile version