BCS-Solution

চুয়াডাঙ্গা


চুয়াডাঙ্গা জেলা

বিষয় তথ্য
দর্শনীয় স্থানঃ
  • দত্তনগর কৃষি খামার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি সমন্বিত কৃষি খামার, যা বর্তমানে বীজ উৎপাদন কেন্দ্র হিসাবে ব্যবহৃৎ হচ্ছে। এটি এশিয়ার ২য় বৃহত্তম কৃষি খামার হিসাবে স্বীকৃত।

  • আট কবর- আটজন শহীদ মুক্তিযোদ্ধার কবর।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল। এটি বাংলাদেশের বৃহত্তম চিনি কল।
নদ-নদীঃ মাথাভাঙ্গা, ভৈরব, কুমার, চিত্রা, এবং নবগঙ্গা
অন্যান্য তথ্যঃ
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে সর্বপ্রথম চুয়াডাঙ্গাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। পরবর্তিকালে নিরাপত্তা এবং কৌশলগত কারণে চুয়াডাঙ্গা থেকে রাজধানী মুজিবনগরে সরিয়ে নেয়া হয়।

<- নড়াইল
যশোর ->

Exit mobile version