BCS-Solution

চাক, ডালু, পাংখো, পাংগোন, পাঙ্খুয়া, পাত্র

Manipuri People

Manipuri People

চাক

চকদের ভাষায় ‘চক’ শব্দের অর্থ ‘দাঁড়ানো’। চাকরা বান্দরবান, চট্টগ্রামের চক পাহাড়ে বসবাস করে।
ধর্মঃ বৌদ্ধ
ভাষাঃ তু , (চক)

ডালু

ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ি অঞ্চলে ডালু জাতির মানুষদের বাস।

পাংখো

পাংখো তিব্বতি-বর্মী গোষ্ঠী, এরা বান্দরবানে বাস করে।

পাংগোন

বসবাসের স্থানঃ মৌলভীবাজার
ধর্মঃ মুসলিম

পাঙ্খুয়া

বান্দরবান, রাঙ্গামাটি
ধর্মঃ সনাতন

পাত্র

পাত্র জাতি হল বাংলাদেশের সিলেট জেলায় বসবাসকারী স্বল্প পরিচিত একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী।
পাত্র জনগোষ্ঠীর ভাষার নাম লালেং থার। এ ভাষার কোন বর্ণমালা নেই।

Exit mobile version