সরকারি চাকরিজীবীদের গৃহঋণের পরিমাণ

সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে স্বল্প সুদে গৃহঋণ নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এ সুবিধার আওতায় মাত্র ৫ শতাংশ সরল সুদে তারা ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বাড়ি (আবাসিক) নির্মাণের জন্য একক ঋণ, জমি ক্রয়সহ বাড়ি (আবাসিক) নির্মাণের জন্য গ্রুপ ভিত্তিক ঋণ, জমিসহ তৈরি বাড়ি কেনার জন্য একক ঋণ এবং ফ্ল্যাট কেনার জন্য ঋণ এই গৃহ নির্মাণ ঋণের আওতায় আসবে। সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তরাই কেবল এ ঋণের আবেদন করতে পারবেন; রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, পৃথক বা বিশেষ আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীরা এ ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

ঋণের পরিমাণ

গ্রেড সিটি করপোরেশন/বিভাগ জেলা শহর অন্যান্য এলাকা
১ – ৫ গ্রেড ৭৫ লাখ টাকা ৬০ লাখ টাকা ৫০ লাখ টাকা
৬ – ৯ গ্রেড ৬৫ লাখ টাকা ৫৫ লাখ টাকা ৪৫ লাখ টাকা
১০ – ১৩ গ্রেড ৫৫ লাখ টাকা ৪০ লাখ টাকা ৩০ লাখ টাকা
১৪ – ১৭ গ্রেড ৪০ লাখ টাকা ৩০ লাখ টাকা ২৫ লাখ টাকা
১৮ – ২০ গ্রেড৩০ লাখ টাকা ২৫ লাখ টাকা ২০ লাখ টাকা

Add a Comment