BCS-Solution

সংসদীয় বা মন্ত্রীপরিষদ শাসিত সরকার

সংসদীয় সরকার কিভাবে গঠিত হয়? (৩৫তম বিসিএস লিখিত)

যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মন্ত্রিপরিষদ কর্তৃক শাসনকার্য পরিচালিত হয় এবং মন্ত্রিপরিষদ কাজের জন্য আইনসভার নিকট একক ও যৌথভাবে দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলা হয়। এই ধরনের শাসন ব্যবস্থায় প্রকৃত শাসক হল মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদের শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী। ব্রিটেন, ভারত, কানাডা, প্রভৃতি দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার রয়েছে। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীকে আইনসভার সদস্য হতে হয়। মন্ত্রিসভা সমষ্টিগতভাবে এর নীতি ও কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। যতদিন আইনসভা মন্ত্রিপরিষদকে সমর্থন করে ততদিন মন্ত্রিপরিষদ ক্ষমতায় থাকে। আইনসভার অধিকাংশ সদস্য অনাস্থা জ্ঞাপন করলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।

এ পদ্ধতিতে নামে মাত্র একজন রাষ্ট্রপ্রধান থাকেন- রাষ্ট্রপতি। প্রকৃত ক্ষমতা থাকে মন্ত্রীসভার কাছে। তবে বাংলাদেশের সকল ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী, কেননা তিনি একই সাথে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা।

সংসদীয় সরকারের বৈশিষ্টঃ


মন্ত্রিপরিষদ শাসিত সরকারের গুণ:

মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ত্রুটি:


👉 Read More...👇
Exit mobile version