সংবিধানে নারী পুরুষের সমান অধিকার

বাংলাদেশে নারী পুরষের অনুপাত ১০০:১০০.৪৯ অর্থাৎ প্রায় অর্ধেক নারী তাই উন্নয়ন করতে হলে এ অর্ধেক জনগোষ্ঠীকে ফেলে রেখে সম্ভব নয়। বাংলাদেশ তাই নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশ সংবিধানই নারীর মর্যাদা ও অধিকারের নিশ্চয়তা দিয়েছে।

অনুচ্ছেদ ১৯ (৩): জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।

অনুচ্ছেদ ২৮ (২): রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।

অনুচ্ছেদ ২৯ (২): কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।

অনুচ্ছেদ ২৯ (৩)(গ): নারীদের উপযোগী কাজ নারীদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।

অনুচ্ছেদ ৬৫ (৩): সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।


👉 Read More...👇