সংবিধানের চতুর্দশ সংশোধনী

২০০৪ সালের ১৬ মে চতুর্দশ সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে

  • সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ করে তা দশ বছরের জন্য সংরক্ষণ করা হয়। উল্লখ্য যে প্রথম সংসদ নির্বাচনে নারীদের সংরক্ষিত আসন ছিল ১৫ টি। দ্বিতীয় সংসদ নির্বাচনে তা করা হয় ৩০টি ও পঞ্চদশ সংশোধনীতে তা বাড়িয়ে ৫০ টি করা হয়।
  • ৯৬ নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ করা হয়। উল্লেখ যে এর আগে সপ্তম সংশোধনীতে বিচারপতিদের বয়স ৬২ থেকে ৬৫ করা হয়েছিল।
  • অনুচ্ছেদ ৪ এর সাথে (ক) যুক্ত করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারী ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান করা হয়।
  • ১৩৯ নং অনুচ্ছেদে পি.এস.সি এর চেয়ারম্যানের বয়স ৬২ থেকে ৬৫ করা হয়।

ব্যক্তিগত সুবিধা ও রাজনৈতিক উদ্দেশ্যে এ সংশধনী আনা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স এ কারনে বাড়ানো হয় যে তা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা বিবেচনায় নিয়ে।

Add a Comment