BCS-Solution

সংবিধানের চতুর্থ সংশোধনী

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

চতুর্থ সংশোধনীর পটভূমিঃ ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়। এটি ছিল এদেশের ইতিহাসে একদিনে একটি বিল পাশ হওয়ার ঘটনা। এ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণতান্ত্রিক চরিত্র ভূলুণ্ঠিত করে স্বৈরচারী ব্যবস্থার গোড়াপত্তন করা হয়। তাই এই সংশোধনীকে First Distortion of Constitution বলা হয়। (৪০তম বিসিএস প্রিলিমিনারি) বিস্তারিত

এ সংশোধনীর অন্যান্য দিক হল-

এ সংশোধনীতে ৭২ এর সংবিধানের অন্যতম মূলনীতি ‘গণতন্ত্র’ সংবিধান থেকে তিরোহিত হয় এবং সংবিধানের যথেচ্ছা ব্যবহার শুরু হয়।

উল্লেখযে এ সংশোধনীটি বাতিল হয়েছে। এটি সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন ছিল।
বিগত সালের প্রশ্নঃ ২৭তম বিসিএস লিখিত।


👉 Read More...👇
Exit mobile version