মৌলিক অধিকার বলবৎকরণের উপায়

বিগত প্রশ্নঃ ৩০তম বিসিএস লিখিত প্রশ্ন।

প্রত্যেকটি মৌলিক অধিকার সংবিধান কর্তৃক স্বীকৃত। বাংলাদেশ সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলোকে বলবৎ করার উপায় সংবিধানেই বলা হয়েছে।

তৃতীয় ভাগের শুরুতে অর্থাৎ ২৬ নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না। আর যদি করা হয় তবে তা বাতিল হয়ে যাবে। সরকার বা মন্ত্রিপরিষদ ইচ্ছা করলেই মৌলিক অধিকার পরিপন্থী আইন তৈরি করে এর ব্যত্যয় ঘটাতে পারবে না।

৩২ নং অনুচ্ছেদে বলা হয়েছে- আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না।

৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা করিবার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাছাড়া হাইকোর্ট মৌলিক অধিকার পরিপন্থী যে কোন পদক্ষেপকে বাতিল ঘোষণা করতে পারবে।

১০২।(১) অনুযায়ী কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে হাইকোর্ট প্রজাতন্ত্রের যেকোণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদেশ দিতে পারে।

তাছাড়াও জাতীয় সংসদে প্রণিত কোণ আইন যা মৌলিক মানবাধিকারের লংঘন করে। সুপ্রিম কোর্ট তা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে বাতিল করতে পারে।


👉 Read More...👇

Add a Comment