মুজিব নগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ

মুজিব নগর সরকারের একটি প্রচেষ্টা ছিল দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গণ মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের সমর্থনে মুক্তিযুদ্ধ পরিচালনা করা। এজন্য ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। আওয়ামী লীগের ছিলেন ৫জন সদস্য। এই উপদেষ্টা পরিষদ পরিচালিত হত তাজউদ্দীন আহমদের প্রত্যক্ষ নেতৃত্বে। এ পরিষদের সদস্যগণ-

  1. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (সভাপতি ন্যাশনাল আওয়ামী পার্টি, পিকিং পন্থী)
  2. অধ্যপক মুজাফফর আহমেদ ( সভাপতি ন্যাশনাল আওয়ামী পার্টি, মস্কোপন্থী)
  3. মণি সিং ( সভাপতি মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি)
  4. শ্রী মনোরঞ্জন ধর (কংগ্রেস)
  5. তাজউদ্দীন আহমদ
  6. খন্দকার মোশতাক আহমেদ
  7. এম মনসুর আলী
  8. এ এইচ এম কামারুজ্জামান
  9. আব্দুস সামাদ

Add a Comment