ভারতীয় জাতীয় কংগ্রেস

‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ ভারতীয় প্রজাতন্ত্রের একটি রাজনৈতিক দল। এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দলদুটির একটি , অপর দলটি হল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে। দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর সভাপতি হন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য মনোনীত হয়েছিলেন।

কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় শিক্ষিত সমাজ নিয়ে। যাতে তারা ইংরেজদেরকে শাসনকার্যে সহায়তা করতে পারে। এর প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র অনুসারে দলটির সভাপতি হবেন একজন ভারতীয়, আর সেক্রেটারি হবেন একজন ব্রিটিশ নাগরিক। প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি বিশ বছর সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দান করেছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, কংগ্রেস দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করতে থাকেন। দলটির বর্তমান সভাপতি সনিয়া গান্ধী।

Add a Comment