ব্যাংক ব্যবস্থাপনা

পৃথিবীর সৃষ্টি থেকে মানুষ তার অতিরিক্ত আহরিত এবং উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে নিজের প্রয়োজন নির্বাহ করত, দ্রব্যের বিনিময়ে দ্রব্যের এই বিনিময় প্রথা বহুদিন প্রচলিত ছিল, বর্তমান ব্যবস্থায় বিনিময় প্রথা (Bartar trade) স্বল্প পরিসরে প্রচলিত আছে।
খ্রিষ্টপূর্ব পাঁচ হাজার সালে প্রথম ব্যাংকব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়। পরবর্তীতে ব্যাবিলনীয় সভ্যতা, রোমান সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ব্যাংকিং ব্যবসাকে উত্তরোত্তর উন্নতি সাধনে খ্রিষ্টপূর্ব চারশ সাল পর্যন্ত অবদান রাখে। পরবর্তীতে ১১৫৭ খ্রিষ্টাব্দে ব্যাংক অব ভ্যানিস এবং ব্যাংক অব সান জর্জিয়া (১১৭৮ সালে) ব্যাংকিং ব্যবসাকে আধুনিকতার ছোঁয়া দিতে শুরু করে। ভারত উপমহাদেশ ব্যাংকিং ব্যবসা খ্রিষ্টপূর্ব ৫০০০ সাল থেকেই বিস্তৃত, যা পরবর্তীতে বৈদিক যুগ (২০০০-১১৫০ খ্রিষ্টপূর্ব) থেকে মোঘল আমল (১১৫০-১৭৫৭ খ্রিষ্টাব্দ), ব্রিটিশ আমল (১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দ), পাকিস্তান আমল (১৯৪৭-১৯৭১) এবং স্বাধীন বাংলাদেশে (১৯৭১ সাল পরবর্তী) ধারাবাহিকভাবে বিস্তৃতি লাভ করে।

Add a Comment