BCS-Solution

বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম দল। ২৩ জুন, ১৯৪৯ কে. এম. দাস লেনের ‘রোজ গার্ডেন’-এ অনুষ্ঠিত এক রাজনৈতিক কর্মী সম্মেলনে সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি দল গঠন করেন। উক্ত দলের সভাপতি হন মাওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক নির্বাচিত হন। শেখ মুজিব মুসলিম লীগ ছেড়ে দিয়ে এই নতুন দলে যোগ দেন। তাঁকে দলের পূর্ব পাকিস্তান অংশের যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

পরবর্তীতে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ১৯৫৫ সালে দলের নাম থেকে ‘মুসলীম’ শব্দটি বাদ দেওয়া হয়।

বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূলনীতি।

জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দল পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এর মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
আওয়ামীলীগের বর্তমান সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ যে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।
পেপার ক্লিপিং
আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ

Exit mobile version