BCS-Solution

বাংলাদেশের রপ্তানি পণ্য

বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে আছে তৈরী পোষাক, নিটওয়্যার হিমায়িত খাদ্য ইত্যাদি। রপ্তানি পণ্যগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে- ১. প্রাথমিক পন্য যেমন কৃষি পণ্য। ২. শিল্পজাত পণ্য যেমন তৈরী পোষাক। রপ্তানি আয়ের সিংহ ভাগ আসে তৈরী পোষাক(৪১.৫২%) ও নিটওয়্যার(৪১.৫০%) থেকে।

প্রাথমিক পণ্য রপ্তানি আয় (MUSD) শতকরা মন্তব্য
ক) হিমায়িত খাদ্য 383 1.57
খ) চা 2 0.01
গ) কৃষিজাত পণ্য 239 0.98
ঘ) কাঁচাপাট 108 0.44
ঙ) অন্যান্য 165 0.68
মোট 898 3.68
শিল্পজাত পণ্য রপ্তানি আয় (MUSD) শতকরা মন্তব্য
ক) তৈরি পােশাক 10130 41.52 (15তম বিসিএস প্রিলিমিনারি)
খ) নিটওয়্যার 10126 41.50
গ) স্পেশালাইজড টেক্সটাইল 69 0.28
ঘ) হােম টেক্সটাইল 583 2.39
ঙ) কটন এবং কটন দ্রব্য 85 0.35
চ) চামড়া ও চামড়াজাত দ্রব্য 785 3.22
ছ) পাটজাত পণ্য 633 2.60
জ) রাসায়নিক দ্রব্য 94 0.38
ঝ) পাদুকা 171 0.70
ঞ) প্রকৌশল সামগ্রী 228 0.93
ট) পেট্রোলিয়াম উপজাত 25 0.10
ঠ) প্লাস্টিক দ্রব্য 65 0.27
ণ) সিরামিক দ্রব্য 25 0.10
ত) হস্তশিল্পজাত দ্রব্য 11 0.05
থ) অন্যান্য 578 2.37
মোট 23608 96.77
মােট রপ্তানি 24397 100.00
Exit mobile version