বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথমের দেশগুলো

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান ৬ ডিসেম্বর (মতান্তরে ৭ বা ৯ ডিসেম্বর, অন্য মতে ৩ ডিসেম্বর, ভারত তার কয়েক ঘণ্টা পরে স্বীকৃতি দেয়)। (২৯তম বিসিএস প্রিলিমিনারি)
প্রথম স্বীকৃতি প্রদানকারী মুসলিম দেশ সেনেগাল ।

প্রথম স্বীকৃতি প্রদানকারী আরব দেশ ইরাক অ-আরব মুসলিম দেশ মালয়েশিয়া। (৩৭তম বিসিএস প্রিলিমিনারি)
প্রথম স্বীকৃতি প্রদানকারী ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। (৩৬তম বিসিএস প্রিলিমিনারি)

প্রথম স্বীকৃতি প্রদানকারী আফ্রিকান দেশ সেনেগাল।
প্রথম স্বীকৃতি প্রদানকারী আমেরিকান দেশ বার্বাডোস।

প্রথম স্বীকৃতি প্রদানকারী উপসাগরীয় দেশ কুয়েত।
প্রথম স্বীকৃতি প্রদানকারী সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি।

প্রথম স্বীকৃতি প্রদানকারী মধ্যপ্রাচ্যের দেশ / আরব দেশ- ইরাক। (২২, ১০তম বিসিএস প্রিলিমিনারি)

Add a Comment